ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেছেন, জাকসু নির্বাচন বানচালের কোনো চক্রান্তই সফল হবে না।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
তিনি লিখেছেন, ‘২০১৯ সালে আমিও জাকসু ভিপি প্রার্থী ছিলাম। জাকসু আমাদের প্রাণের দাবি। জাকসু বানচালের চক্রান্ত সফল হবে না ইনশাআল্লাহ।’
অপর এক পোস্টে তিনি দাবি করেন, ১২ হাজার ভোটারের মধ্যে প্রায় ৮ হাজার শিক্ষার্থী ভোট দিয়েছেন, যা প্রায় ৭০ শতাংশ। তিনি আরও লেখেন, ‘বর্জনপার্টি ছাড়া কোনো ভোটারের কারচুপির অভিযোগ নাই।’
শিশিরের এই মন্তব্যকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা চলছে। জাকসু নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ বেড়েছে।
উল্যেখ, বিকেল ৪টার দিকে মওলানা ভাসানী হলের গেস্ট রুমে সংবাদ সম্মেলন করে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।
ছাত্রদল সমর্থিত প্যানেলের বিজয় ব্যাহত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াত-শিবিরের সঙ্গে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থা করেছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. শেখ সাদী হাসানসহ অন্যরা।