Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মার ভাঙন: নদীতে বিলীন বিজিবি’র একটি ক্যাম্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৭

নদীগর্ভে বিলীন হয়ে গেছে বিজিবি’র একটি ক্যাম্প।

কুষ্টিয়া: পদ্মা নদীর ভাঙনে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের সীমান্তবর্তী উদয়নগর বিওপি ক্যাম্প এরইমধ্যে বিলীন হয়ে গিয়েছে। গতকাল রাত থেকেই নদীতে পানি কমতে শুরু করেছে। সেই সঙ্গে দেখা গেছে ভাঙনের চিত্র।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে এই ভাঙনে নদীগর্ভে বিলীন হয় ক্যাম্পটি।

ভাঙনের আশঙ্কায় কয়েকদিন আগেই ওই ক্যাম্প থেকে সেখানে থাকা সরঞ্জামসহ বিজিবি’র সব সদস্যদেরকে সরিয়ে নেওয়া হয়। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে ওই এলাকা চর চিলমারী বিওপি থেকেই নজরদারিতে রয়েছে।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানিয়েছেন, বিওপির যে অংশটুকু এখনও রয়েছে, সেটিও দ্রুত বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, আগেই পদ্মা ও গড়াই নদীর অন্তত ১৭টি স্থানে ভাঙনের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। পানি কমায় ভাঙন আরও তীব্র হয়েছে। উদয়নগরে জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা করেও স্থাপনাটি রক্ষা করা যায়নি। এরইমধ্যে, দৌলতপুর ও ভেড়ামারার আরও কয়েকটি স্থানে ভাঙন শুরু হয়েছে। সেগুলো পর্যবেক্ষণে রয়েছে৷

সারাবাংলা/এসডব্লিউ

নদী ভাঙন নদীতে বিলীন পদ্মা নদী বিজিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর