ঢাকা: বাজারে সবজির দাম কিছুটা কমেছে। কোনো কোনো সবজির দাম কেজিতে ২০ টাকা কমেছে। ৫০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে বেশিরভাগ সবজি। তবে মসুর ডালের বাজার চড়া রয়েছে। ১৬০ টাকা কেজিতে দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে। পোল্ট্রি মুরগির দামও কিছুটা বেড়েছে। ১৮০ টাকার উপরে পোল্ট্রি মুরগি বিক্রি হচ্ছে বাজারে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ানবাজার, বিজয় সরণীর কলমিলতা, মহাখালীর বউবাজার ও শেওড়াপাড়ার ইব্রাহিমপুর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এদিকে ইলিশের বাজার এখনো চড়া রয়েছে। সবচেয়ে বড় সাইজের অর্থাৎ ১ কেজি ২০০ থেকে ১ কেজি ৪০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ১ কেজি ওজনের ইলিশ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর সবচেয়ে ছোট সাইজের ইলিশ ৮০০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।

ইলিশের দাম আগে থেকেই বেশি। ছবি: সারাবাংলা
বাজারে দেখা গেছে, বেগুন ৫০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, পটল ৬০ টাকা, ঢেরশ ৬০ টাকা, ককরোল ৮০ টাকা, কড়লা ১০০ টাকা, পেপে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর বাইরে জালি কুমরা ৫০ টাকা ও লাউ ৫০ থেকে ৭০ টাকা পিসে বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া ৬০ টাকাক কেজি, কলার হালি ৫০ টাকা, গাজর ১২০ টাকা কেজি, কচুর মুখি ৪০ টাকা, শশা৭০ ও টমেটো ১৬০ টাকা, সিম ১৮০ টাকা ও কাঁচামরিচ ১৬০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বাজারে ৮০ টাকার নিচে পেপে ৩০ টাকা, পটল ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ঝিঙ্গা ৫০ ও ঢেরশ ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

শীতের সবজিতে দোকান রঙিন। তবে দাম চড়া। ছবি: সুমিত আহমেদ/ সারাবাংলা
শেওড়াপাড়ার ইব্রাহিমপুর বাজারের কাঁচাবাজারের দোকানদার মহিউদ্দিন সারাবাংলাকে বলেন, ‘সবজির দাম অনেকটা কমেছে। আগের চেয়ে কেজিতে ২০ টাকা কমেছে। ১০০ টাকার নিচে তরকারি ছিলোনা। এখন অনেক তরকারিই ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আগামী ১ মাসের মধ্যে সবজির দাম আরও কমে যাবে। কারণ সামনে শীতের মৌসুম আসছে। বাজারে নতুন সবজি আসতে শুরু করেছে। ফুলকপি ও পাতাকপি বাজারে আসা শুরু করেছে। এ কারণে বাজারে সবজির দাম অনেকটাই কমেছে।’
এদিকে, বাজারে পেঁয়াজ ৮০ টাকা, রসুন ১৬০ টাকা, মসুর ডাল ভারতীয় ১২০ টাকা, দেশি মসুর ডাল ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এদিকে, এখন এক কেজি প্যাকেটেজাত আটা কোম্পানি ভেদে ৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা। খোলা আটার দাম ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। একইভাবে বিভিন্ন কোম্পানির ময়দার দাম কেজিতে ৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭০ থেকে ৭৫ টাকা। খোলা ময়দা বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়।

ছবি: সারাবাংলা
বাজার ঘুরে দেখা গেছে, ডিমের দাম কিছুটা কমলেও বেড়েছে মুরগির দাম। বাজারে প্রতি ডজন ডিমের দাম এলাকাভেদে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। সপ্তাহ খানেক আগে ব্রয়লার মুরগির ডিম (লাল) যেখানে ১৫০ টাকায় বিক্রি হতো, তা এখন ১৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। যদিও কিছু খুচরা দোকানে এখনো এক হালি ডিম ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর ব্রয়লার মুরগি ১০ থেকে ২০ টাকা বেড়ে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
কয়েকটি বাজারে দেখা গেছে, চালের দাম এখনো বাড়তি রয়েছে। মিনিকেট চালের দাম কেজিতে কমেছে এক থেকে দুই টাকা। বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চাল ৭২ থেকে ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। মানভেদে প্রতি কেজি নাজিরশাইল চালের দাম এখন ৭৫ থেকে ৯৫ টাকা। মোটা চাল ৫৮ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।