চট্টগ্রাম ব্যুরো: প্রায় ৫২ ঘন্টা পর উপাচার্যের আশ্বাসে অনশন স্থগিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে অনশন স্থগিত করে ক্যাম্পাস ছেড়েছেন তারা।
অনশন শুরুর ৪৮ ঘন্টা পর শুক্রবার বিকেল ৩টার দিকে শিক্ষার্থীদের কাছে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান। তিনি আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেন। শিক্ষার্থীরা সম্মত হলে জুস পান করিয়ে অনশন ভাঙান উপাচার্য।
এসময় উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীরা দুই দিন ধরে অনশন করছেন। তাদের শারীরিক অবস্থা অবনতির দিকে চলে যাচ্ছে। আমরা তাদের দাবি-দাওয়া নিয়ে আগামী রোববার আলোচনা করব। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।’
অনশন স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী ওমর সমুদ্র সাংবাদিকদের বলেন, ‘আমরা দুই দিনের বেশি সময় ধরে অনশন করছি। আজ উপাচার্য স্যার আমাদের দেখতে আসেন। আমাদের দাবি-দাওয়া নিয়ে রোববার আলোচনা করবেন বলেছেন। দাবি পূরণ করার আশ্বাসও দিয়েছেন। তাই আমরা স্যারের কথায় আস্থা রেখে অনশন স্থগিত করেছি।’
এর আগে, গত বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ের সামনে ‘অধিকার সচেতন শিক্ষার্থী ‘ ব্যানারে অনশন শুরু করেন ৯ শিক্ষার্থী। প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দাবিতে তারা এ কর্মসূচির ডাক দিয়েছিলেন।
শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ওমর সমুদ্র ও সুদর্শন চাকমা, সঙ্গীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ঈশা দে ও জশদ জাকির, স্পোর্টস সায়েন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের রাম্রা সাইন মারমা, ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আহমেদ মুগ্ধ ও নাঈম শাহজান, মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সুমাইয়া শিকদার এবং বাংলা বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের ধ্রুব বড়ুয়া।