Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাকসু নির্বাচন: ম্যানুয়ালিই কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৪

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের কেন্দ্রীয় সংসদের ভোট গণনা ম্যানুয়ালি পদ্ধতিতে শুরু হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়েছে বলে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন, বিকেল ৫টার দিকে ২১টি হল সংসদের ভোট গণনা শেষ হয়। তবে বিজয়ীদের তালিকা এখনো প্রকাশ করা হয়নি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভোট গ্রহণ শুরু হয় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে। নির্ধারিত সময় অনুযায়ী ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৫টায়, যদিও কয়েকটি হলে আরও ২ ঘণ্টা পর শেষ হয়। তবে ম্যানুয়ালিভাবে ভোট গণনা হওয়ায় শুক্রবার বিকেল ৫টার দিকে ২১টি হল সংসদের ভোট গণনা শেষ হয়।

বিজ্ঞাপন

জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে।

সারাবাংলা/এমএইচ/এইচআই

জাকসু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর