Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৭

উদ্ধারের পর নিহতদের মরদেহ। ফুটেজ ছবি

ময়মনসিংহ: জেলার ভালুকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শরিফ ও নিরব নামে বাসের দুইজন হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফ ময়মনসিংহের হালুয়াঘাটের গাঙ্গিনারপাড় এলাকার নুরুল আমিনের ছেলে এবং নিরব ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার বাসিন্দা।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ জানান, দুর্ঘটনা কবলিত অংশে ঢাকাগামী লেনে সংস্কার কাজ চলায় উভয় দিকের যানবাহন এক লেন দিয়ে চলাচল করছিল। এ সময় হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস ও ঢাকা থেকে নেত্রকোনাগামী অয়ন-রায়ান পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পুলিশ বাস দুটি জব্দ করলেও ঘাতক চালক পলাতক রয়েছেন।

সারাবাংলা/এসডব্লিউ

২ বাসের সংঘর্ষ নিহত ২ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর