খুলনা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসলামী ও দেশপ্রেমিক সমমনা সকল দলের সমন্বয়ে একটি ঐক্যের সম্ভাবনা তৈরি হয়েছে। ৫ আগস্ট পরিবর্তিত সময়ে জুলাই সনদের ভিত্তিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নে গণসংযোগকালে পৃথক ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘এখন সময় এসেছে আলেম-উলামাদের ঐক্যবদ্ধ হয়ে দেশ থেকে জুলুম নির্যাতনের অবসান ঘটানো। তাই আগামী নির্বাচনে আলেম-উলামা দেশপ্রেমিক জনতা সকলে ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এদেশ থেকে তাবেদারি ও আধিপত্যবাদী শক্তির চির অবসান ঘটাতে হবে।’
পরে সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ায় ডুমুরিয়ার খলশী ক্যাডেট স্ক্রীম মাদরাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা পরিদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার মুহতামিম মুফতি মাওলানা সাইফুল্লাহ, নায়েবে মুহতামিম মুফতি আজিজুর রহমান, হাফেজ মাওলানা আশিকুর রহমান, মুফতি ইমরান হোসাইন, মুফতি আবু জর, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।
সকাল ৮টায় খলশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং বিকেল ৫টায় ডুমুরিয়া মজিদিয়া সিনিয়র মাদরাসা মাঠে সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আব্দুল গণি খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, খুলনা জেলা ছাত্রশিবির সভাপতি ইউসুফ ফকির।
মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন, উপজেলা নায়েবে আমীর গাজী সাইফুল্লাহ ও মাওলানা হাবিবুর রহমান, জেলা ছাত্রশিবির নেতা মো. বোরহান উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ডুমুরিয়া উপজেলার সহ-সভাপতি মুফতি আব্দুস সালাম, হিন্দু কমিটির সেক্রেটারি দেবপ্রসাদ মন্ডল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল আলম, সদর ইউনিয়ন সভাপতি মাওলানা মুজিবুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম, অধ্যক্ষ গোলাম হায়দার, অধ্যক্ষ শেখ জালাল উদ্দীন, ডুমুরিয়া উপজেলা সদরের ছাত্রশিবির সভাপতি আবু তাহের ও পশ্চিম সভাপতি শামিদুল হাসান লিমন, ডুমুরিয়া ইউনিয়ন হিন্দু কমিটির সাধারণ সম্পাদক বাবু সুজিদ কুমার বর্ধন, ডা. নিত্য রঞ্জন রায়, ও মাওলানা মশিউর রহমান প্রমুখ।