Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৯ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৩

অজ্ঞাতপরিচয় কিশোরীর মরদেহ। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে এক অজ্ঞাতপরিচয় কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরীর বয়স আনুমানিক ১১ বছর।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেন রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে ট্রেনের ছাদে থাকা অবস্থায় কিশোরীটি পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

হাবলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য ফজলুল হক বলেন, মরদেহ দেখে মনে হচ্ছে মেয়েটি একজন ছিন্নমূল কিশোরী।

বিজ্ঞাপন

ঘারিন্দা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ হারুন-উর-রশিদ জানান, নিহত কিশোরীর মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএস

কিশোরী ছাদ টাঙ্গাইল ট্রেন মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর