Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন জামায়াতের আমির

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৭ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৯

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৩ সেপ্টেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সামগ্রিক কার্যক্রম সমাপ্ত হলো। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল অংশীজনকে জানাই অভিনন্দন। বিশেষভাবে যারা সর্বোচ্চ ভোট পেয়ে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন, তাদের জানাই উষ্ণ অভিনন্দন।”

নির্বাচিত প্রতিনিধিদের প্রতি প্রত্যাশা জানিয়ে জামায়াত আমির বলেন, “আজ তাদের ওপর যে গুরু দায়িত্ব অর্পিত হলো, এ দায়িত্বের কথা স্মরণ রেখে আমরা আশা করব— ছাত্রসমাজের অর্পিত আমানত রক্ষায় তারা সর্বোচ্চ গুরুত্ব দেবেন। এ কাজে মহান আল্লাহ তাদেরকে সহায়তা করুন।”

বিজ্ঞাপন

এছাড়া নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন এবং দায়িত্বশীলভাবে কাজ করা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিকতা ও নিষ্ঠার কথাও উল্লেখ করেন ডা. শফিকুর রহমান।

শেষে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, “নির্বাচিত ছাত্র প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, প্রশাসন ও শিক্ষকমণ্ডলী একসঙ্গে কাজ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেবেন— এটাই আমাদের প্রত্যাশা।”

সারাবাংলা/এফএন/এসএস

অভিনন্দন আমির জাকসু জামায়াত নির্বাচিত নেতা

বিজ্ঞাপন

এসিআইতে কাজের সুযোগ
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৩

আরো

সম্পর্কিত খবর