রাজবাড়ী: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনা মানুষের ইচ্ছেমতো সরকার গঠন করতে দেননি। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ভয়-ভীতি ও নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় ছিলেন তিনি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজবাড়ীর মিজানপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খৈয়ম বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে জনগণ নিজেদের পছন্দমতো প্রধানমন্ত্রী, এমপি, চেয়ারম্যান বা জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেনি। ভোটের নামে প্রহসনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। রাজনৈতিক দলগুলোর ওপর ভয়াবহ দমন-নিপীড়ন চালানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে, আরেক নেতা তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়া হয়নি।
তিনি অভিযোগ করে বলেন, হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে হত্যা ও গুম করা হয়েছে। আজও বহু পরিবার তাদের স্বজনের অপেক্ষায় আছে। আওয়ামী লীগের এই অত্যাচার শত বছরেও মানুষ ভুলবে না।
দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে খৈয়ম বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও বাংলাদেশ অনিশ্চয়তার মধ্যে রয়েছে। চিকিৎসা, শিক্ষা, ন্যায়বিচার ও কর্মসংস্থানে চরম অব্যবস্থাপনা বিরাজ করছে। মাস্টার্স ডিগ্রিধারীরাও চাকরি পাচ্ছেন না, গরিব মানুষ চিকিৎসা ও ন্যায়বিচার থেকে বঞ্চিত।
তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। গরিব-শ্রমজীবী মানুষের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে। ফুলের মালা নয়, মানুষের আস্থা অর্জন করতে হবে সেবা ও ভালোবাসার মাধ্যমে।
মিজানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে জনসভায় জেলা বিএনপির নেতৃবৃন্দ নঈম আনসারী, অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, গাজী আহসান হাবিব, অর্ণব নেওয়াজ মাহমুদ, খাইরুল আনাম বকুল, আতিয়ার রহমান, আব্দুল মালেক শিকদার, আব্দুল গফুর মন্ডল, আয়ুবুর রহমান আয়ুব, ওমর ফারুক প্রমুখ বক্তব্য দেন।