Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের হামলা : ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন কাতারের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৯ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি। ছবি : সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি।

আল জাজিরা জানিয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে এই বৈঠক হবে। এই হামলার পর মধ্যপ্রাচ্যে নিজেদের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র কাতারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসরায়েলের হামলায় কাতারে হামাসের পাঁচ সদস্যসহ ছয়জন নিহত হন। গাজায় যুদ্ধ বন্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নিয়ে যখন আলোচনা চলছিল, তখনই ইসরায়েল এই হামলা চালায়। এরপর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়েছে কাতার। প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন।

বিজ্ঞাপন

চলমান গাজা যুদ্ধবিরতির প্রস্তাব নস্যাৎ করতেই এই হামলা চালিয়েছে ইসরায়েল। বিষয়টি নিয়ে এরই মধ্যে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, তিনি খুবই অসন্তুষ্ট। একতরফা এই হামলার সঙ্গে রিপাবলিকান কোনো নেতা নয়, বরং সিদ্ধান্ত নিয়েছেন ইসলায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনায় বসবেন কাতারি প্রধানমন্ত্রী। বৈঠকে ইসরায়েলের হামলা ও যুক্তরাষ্ট্র-কাতার নিরাপত্তা ইস্যুটি গুরুত্ব পাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। কারণ মধ্যপ্রাচ্যে কাতার ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ মিত্র।

সারাবাংলা/এসআর

ইসরায়েলের হামলা কাতারে হামলা কাতারের প্রধানমন্ত্রী ট্রাম্প বৈঠক

বিজ্ঞাপন

বেনাপোলে ট্রাকের চাপায় কিশোর নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৮

আরো

সম্পর্কিত খবর