Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ১২ ঘণ্টা পর নদী থেকে বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৩:১০

প্রতীকী ছবি

বরিশাল: ঝালকাঠির বাসন্ডা নদী থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবসরপ্রাপ্ত সদস্য মো. হারুন অর রশিদ হাওলাদারের (৫৮) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। হারুন অর রশিদ ঝালকাঠি পৌর এলাকার ইছানীল গ্রামের মোনতাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

‎পুলিশ ও স্বজনরা জানায়, শনিবার ফজরের নামাজ পড়তে বের হওয়ার পর নিখোঁজ হন হারুন। ১২ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসন্ডা নদীতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

‎হারুনের ছেলে সাহারুল ইসলামের দাবি, বাবার সঙ্গে সৎ ভাইদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও চলছে। জমির বিরোধকে কেন্দ্র করে পলিকল্পিতভাবে তার বাবাকে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

‎ঝালকাঠির সদর থানার উপপরিদর্শক (এসআই) মিলন মল্লিক বলেন, ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে হারুন অর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/পিটিএম

উদ্ধার নদী মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর