Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদের আইনিভিত্তি নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক আজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৯ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৫

ফাইল ছবি

ঢাকা: জুলাই সনদের আইনিভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীতে এই সংলাপ শুরু হবে।

বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন বলে দলটির প্রেস উইং জানিয়েছে।

কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

এর আগে, ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকে জুলাই সনদের আইনগত ভিত্তি ও বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। ড. আলী রীয়াজের নেতৃত্বাধীন কমিশন তখন গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে সনদ বাস্তবায়নের প্রস্তাব তোলে। তবে এখনো বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত হয়নি।

বিজ্ঞাপন

রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদ নিয়ে নীতিগত ঐকমত্য তৈরি হলেও বাস্তবায়নের পথ নির্ধারণে এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর