Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে যাত্রী ছাউনির কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৮

শিক্ষার্থীদের মানববন্ধন।

নোয়াখালী: নোয়াখালী পৌর এলাকার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়ক সংলগ্ন সোনাপুর জিরো পয়েন্টে নির্মাণাধীন যাত্রী ছাউনির কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়’সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক ও নোয়াখালী পৌরসভা সচিব বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

রোববার (১৪সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে যাত্রী ছাউনির অভাবে রোদ, বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। বিশেষ করে সাধারণ যাত্রী, শিক্ষার্থী, নারী ও বয়স্কদের জন্য এই সমস্যা আরও প্রকট। এই যাত্রী ছাউনিটি শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, এই রুটে চলাচলকারী সকল সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য দেন- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিহান, রায়হান, নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী রায়হান, সোনাপুর ডিগ্রী কলেজের তারেক আজিজসহ অনেকে।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এই নির্মাণ কাজ সম্পন্ন করার জোর দাবি জানিয়ে বলেন, একটি কুচক্রী মহল ছাউনিটির নির্মাণ কাজ বন্ধের জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই যদি অচিরে যাত্রী ছাউনীটির কাজ শেষ করা না হয় তাহলে আরও কঠোর আন্দোলন করা হবে।

সারাবাংলা/এনজে

দাবি মানববন্ধন যাত্রী ছাউনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর