ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় এসে এটিকে আরও জটিল পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। জাতির কাছে এমন কোনো নিদর্শন রেখে যেতে চাই না, যা টেকসই হবে না বা দুদিনের মধ্যে চ্যালেঞ্জের মুখে পড়বে।’
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা।
সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে একটি কার্যকর, স্থায়ী ও আইনি ভিত্তি গড়ে তুলতে হবে। কারণ, এটি কেবল রাজনৈতিক সংস্কারের রূপরেখা নয়—বরং গণতন্ত্র ও সুশাসনের ভিত্তি শক্তিশালী করার দীর্ঘমেয়াদি রোডম্যাপ।
তিনি বলেন, গত ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত কমিশনের বৈঠকেও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছিল, তবে সেদিনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
বিএনপির এই নেতা বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি নির্বাচন ফেব্রুয়ারিতে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। নির্বাচন হতেই হবে এর কোন বিকল্প নেই। তা না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেতে পারে।’
সালাহউদ্দিন বলেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হলে প্রয়োজন সর্বাত্মক রাজনৈতিক ঐকমত্য। একইসঙ্গে সংস্কার কার্যক্রম চলমান রাখা, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন এবং জুলাই গণহত্যার বিচার অব্যাহত রাখার বিকল্প নেই।