Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি ও গণপরিষদ নির্বাচনের দাবি এনসিপি’র

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৭ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫০

ঐকমত্য কমিশনের বৈঠকে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো এবং গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের বৈঠকে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এ দাবি জানান।

তিনি বলেন, “কমিশন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। এখন আমরা বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়িয়েছি। কমিশনের মেয়াদ প্রায় শেষের পথে। এ অবস্থায় যদি কিছুটা সময় বৃদ্ধি করা হয়, তাহলে রাজনৈতিক দলগুলো আরও আলোচনার মাধ্যমে ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে।”

তিনি আরও বলেন, “সংবিধান সংশ্লিষ্ট নয় এমন অনেক বিষয় বর্তমান সরকারের সময়েই অর্ডিন্যান্স বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। তবে রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের মতো বড় পরিবর্তন কেবল সংশোধনী দিয়ে টেকসই করা সম্ভব নয়। এজন্য রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছাতে হবে।”

বিজ্ঞাপন

এনসিপি নেতা জানান, অতীতে হাইকোর্টে কিছু সংশোধনী চ্যালেঞ্জের মুখে বাতিল হয়েছে। তাই এবার এমন পরিবর্তন আনা জরুরি, যা কার্যকর ও টেকসই হবে। এ জন্য তিনি গণপরিষদ নির্বাচনের প্রস্তাব তুলে ধরেন।

আখতার হোসেন বলেন, “একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই নতুন সংবিধানে নতুন ধারা, উপধারা ও অনুচ্ছেদ সংযোজন করা সম্ভব। এ পথেই সংস্কারগুলো টেকসই হবে।”

তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে গড়ে ওঠা ঐকমত্য কমিশনের আলোচনাগুলো ‘এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা’ বহন করছে। যেখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, জবাবদিহিতা ও রাষ্ট্র কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আসবে।

গত ১২ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১২ আগস্ট কমিশনের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। আগামীকালই সেই মেয়াদ শেষ হচ্ছে।

সারাবাংলা/এফএন/এসএস

এনসিপি ঐকমত্য কমিশন গণপরিষদ দাবি নির্বাচন বৃদ্ধি মেয়াদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর