Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসসির সচিব হলেন আব্দুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৮

আব্দুর রহমান তরফদার

ঢাকা: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদারকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব পদে পদায়ন করেছে সরকার। রোববার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এর আগে গত ২৮ আগস্ট তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে নানা জটিলতায় তিনি ওই মন্ত্রণালয়ে যোগ দিতে পারেননি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শ্রম উপদেষ্টা প্রথমে কয়েক দিন পর যোগ দিতে বললেও পরে মন্ত্রণালয়ে গিয়েও সচিব পদে বসতে পারেননি আব্দুর রহমান। ফলে তিনি আগের কর্মস্থল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়েই দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, পৃথক এক প্রজ্ঞাপনে পিএসসির সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।

সারাবাংলা/এনএল/এসএস

আব্দুর রহমান পিএসসি সচিব

বিজ্ঞাপন

পিএসসির সচিব হলেন আব্দুর রহমান
১৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৮

আরো

সম্পর্কিত খবর