Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে মসজিদে নামাজরত অবস্থায় ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:০২ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৫

আতিকুর রহমান ফারুক।

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মসজিদে নামাজরত অবস্থায় আতিকুর রহমান ফারুক (৫৯) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজ পড়া অবস্থায় উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট পূর্ব বাজার দারুস সালাম কেন্দ্রীয় জামে মজসিদে এ ঘটনা ঘটে।

আতিকুর রহমান ফারুক একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফাজিল ব্যাপারী বাড়ির বাসিন্দা।

আতিকুর রহমানের ভাতিজা আমজাদ হোসেন জানান, চার সন্তানের জনক ফারুক এক সময় লন্ডন প্রবাসী ছিলেন। পরে তিনি দেশে এসে স্থানীয় চাপরাশিরহাট বাজারে ফল ব্যবসা শুরু করেন। রোববার রাতে এশার নামাজ পড়তে চাপরাশিরহাট পূর্ব বাজার দারুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদে যান। সেখানে এশার নামাজের দ্বিতীয় রাকাত পড়ে তৃতীয় রাকাত পড়ার জন্য দাঁড়ালে স্টোক করে মৃত্যু বরণ করেন।

বিজ্ঞাপন

তবে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।