Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চিকিৎসকের মানবিক মূল্যবোধ ও নৈতিকতা থাকা অত্যাবশ্যক’

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪১ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩০

বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম

ঢাকা: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, একজন চিকিৎসক শুধু রোগ নিরাময়ে দক্ষ হতে হবে না, তার মধ্যে মানবিক মূল্যবোধ, নৈতিকতা এবং রোগীর প্রতি সহানুভূতি থাকা অত্যাবশ্যক। তিনি বলেন, চিকিৎসা ক্ষেত্র কেবল রোগ নিরাময়ের জন্য নয়, বরং রোগীর প্রতি সম্মান ও দায়িত্ববোধ প্রদর্শনের জন্যও।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিএমইউ এ ব্লক অডিটোরিয়ামে ‘হিউম্যান ভ্যালুস অ্যান্ড এটিকেট ইন ইউনিভার্সিটি হেলথ কেয়ার প্র্যাকটিস’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

সেমিনারের সভাপতিত্ব করেন সেন্ট্রাল সাব-কমিটির চেয়ারপার্সন অধ্যাপক ডা. আফজালুন নেসা এবং সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. খালেদ মাহবুব মোর্শেদ মামুন।

বিজ্ঞাপন

বিএমইউ উপাচার্য বলেন, একজন চিকিৎসক শুধু রোগ নিরাময়ে দক্ষ হতে হবে না, তার মধ্যে মানবিক মূল্যবোধ, নৈতিকতা এবং রোগীর প্রতি সহানুভূতি থাকা অত্যাবশ্যক। আমাদের বিশ্ববিদ্যালয়ে এই দিকগুলো শিক্ষার্থীদের মধ্যে তৈরি করা হবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। তারা স্বাস্থ্যসেবা শিক্ষায় নৈতিকতার গুরুত্ব, শিক্ষার্থীদের আচরণগত মান উন্নয়ন এবং রোগীর প্রতি দায়িত্বশীল মনোভাব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আইসিডিডিআর’বির মানসিক ও শিশু স্বাস্থ্য ডিভিশনের ড. আহমেদ এহসানুর রহমান এবং ইউসিএসআই-এর অধ্যাপক ও সিনিয়র কনসাল্টেন্ট ফরেনসিক প্যাথলজিস্ট অধ্যাপক ডা. মোহাম্মদ নাসিমুল ইসলাম প্রজ্ঞাময় ও তথ্যসমৃদ্ধ বক্তব্য উপস্থাপন করেন। তারা চিকিৎসা ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি, রোগীর প্রতি সম্মান এবং পেশাগত নৈতিকতা বজায় রাখার বাস্তব উদাহরণ তুলে ধরেন।

বিজ্ঞাপন

জ্বালানি তেলের দাম কমলো
১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৯

আরো

সম্পর্কিত খবর