Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৪ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৮

ভাঙ্গা থানা ঘেরাওসহ পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা।

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস ও পুলিশের করা মামলার প্রতিবাদে উপজেলার গোলচত্বর ও আশপাশের এলাকায় গত এক সপ্তাহ ধরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। রোববার (১৫ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা দুপুরে ভাঙ্গা উপজেলা পরিষদ, ভাঙ্গা থানা ও হাইওয়ে থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন এবং ভাঙ্গা অফিসার্স ক্লাবে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসব ঘটনা ছবি ও ভিডিও ধারণ করতে সাংবাদিকদের বাধা দেন বিক্ষুব্ধরা। এ ঘটনায় পুলিশ সদস্য ও সাংবাদিকরা আহত হয়েছেন।

এদিকে ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যার ফলে দক্ষিণাঞ্চল ২১ জেলার সঙ্গে রাজধানীর পদ্মা সেতু হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এতে চরম দুর্ভোগে পড়ে চালক ও যাত্রীরা।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারির পর আন্দোলনকারীরা সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করলেও, আজ সকাল থেকেই তারা শান্তিপূর্ণ অবস্থান নেয়। আইনশৃঙ্খলা বাহিনীও বিভিন্ন স্থানে টহল দেয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকাল সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীরা হঠাৎ মহাসড়কে নেমে টায়ারে আগুন দেয় এবং বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ শুরু করে। দাবি না মানা পর্যন্ত সড়ক ছাড়বেন না বলেও ঘোষণা দেয় তারা।

থানা, হাইওয়ে থানায় ও উপজেলা পরিষদে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে বিক্ষোভকারীরা।

পরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে লাঠি সোটা দেশি অস্ত্র নিয়ে ভাঙ্গা সদর বাজার এলাকায় জড়ো হতে থাকে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা। এরপর বিক্ষুব্ধরা থানায় হামলা চালিয়ে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে, পাশাপাশি উপজেলা কার্যালয় ও উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ করে। এ সময় দেশি অস্ত্র ও লাঠিসোটা হাতে নিয়ে ব্যাপক তাণ্ডব চালায় আন্দোলনকারীরা। বর্তমানে পুরো এলাকা আন্দোলনকারীদের দখলে, আর তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করে জানান, আন্দোলনকারীরা তার অফিসে আটটি গাড়ি ও একটি জব্দ করা প্রাইভেটকারে আগুন দেন এবং ১৭টি মোটরসাইকেল ভাঙচুর করেন।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গার আলগী ও হামিরদি ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর-২ আসনে সংযুক্ত করা হয়। এর পরেই তিন দফায় গত পাঁচ দিন ভাঙ্গায় দুটি মহাসড়ক, দুটি রেলপথ ও ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন স্থানীয়রা। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ।

শনিবার তিন দিনের সকাল-সন্ধ্যা অবরোধের ঘোষণা দেওয়া হয়। পরে ঘোষণাকারী সর্বদলীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক ও আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়াকে আটক করে ডিবি পুলিশ। এ ছাড়া আইনশৃঙ্খলা বিঘ্নের অপরাধে রবিবার রাতে ৯০ জনের নাম উল্লেখ করে ২৪০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা জানান, আসন পুনর্বিন্যাস বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত। তারপরেও স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে স্মারকলিপি প্রদানসহ তাদের দাবির বিষয়টি সংশ্লিষ্ট দফতরকে অবহিত করা হয়েছে। তাছাড়া ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের বিষয়ে আদালতে এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে আগামী ২১ তারিখ একটি শুনানির দিন ধার্য আছে। তাই জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর