Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষি ও পল্লী ঋণ বিতরণ
আড়াই লাখ টাকা পর্যন্ত সিআইবি চার্জ নিতে পারবে না ব্যাংকগুলো

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২০ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:১০

ঢাকা: ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান (এমএফআই) ও এনজিও সংশ্লিষ্টতা ছাড়া নিজস্ব চ্যানেলে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত কৃষি ও পল্লী ঋণ বিতরণে কোনো ধরনের ‘ক্রেডিট ইনফরমেশন ব্যুরো’ (সিআইবি) চার্জ নিতে পারবে না ব্যাংকগুলো।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

ঋণ প্রাপ্তি সহজ করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে- উল্লেখ করে সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সিআইবি কর্তৃক চলতি পঞ্জিকা বছরের গত ৫ মে জারিকৃত সার্কুলারে কৃষি ও পল্লী ঋণের আওতাভুক্ত শস্য-ফসল খাতসহ অন্যান্য সকল খাতে সর্বোচ্চ আড়াই লাখ টাকা পর্যন্ত নতুন ঋণ আবেদন বা বিদ্যমান ঋণ নবায়নের সঙ্গে সংশ্লিষ্ট বরোয়ার, কো-বরোয়ার ও গ্যারান্টারের তৈরিকৃত সিআইবি রিপোর্টের ক্ষেত্রে আরোপযোগ্য সার্ভিস চার্জ মওকুফ করা হয়। তবে গ্রাহকদের নিকট থেকে সিআইবি চার্জ আদায় করা হলেও ব্যাংকগুলো বিতরণকৃত কৃষি ও পল্লী ঋণের মধ্যে খুবই অল্প সংখ্যক ঋণের বিপরীতে সিআইবি চার্জ পুনর্ভরণে বাংলাদেশ ব্যাংকে আবেদন করছে। ফলে বিপুল সংখ্যক ঋণগ্রহীতা উল্লেখিত চার্জ মওকুফের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

বিজ্ঞাপন

সার্কুলারে বলা হয়, কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় (অনচ্ছেদ নং ২.১.৬) গ্রাধিকার খাত হিসেবে গ্রাহক পর্যায়ে স্বল্প সুদে কৃষি ও পল্লী ঋণ প্রাপ্তির নিশ্চয়তার জন্য ব্যাংক কর্তৃক নির্ধারিত সু্দ ব্যতীত অন্য কোনো প্রকার চার্জ, প্রসেসিং/মনিটরিং ফি ইত্যাদি ( যে নামেই অভিহিত করা হোক) ধার্য করা যাবে না।

সারাবাংলা/আরএস

আড়াই লাখ টকা পর্যন্ত সিআইবি চার্জ মওকুফ কৃষি ও পল্লী ঋণ বিতরণ বাংলাদেশ ব্যাংক সার্কুলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর