ঢাকা: ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান (এমএফআই) ও এনজিও সংশ্লিষ্টতা ছাড়া নিজস্ব চ্যানেলে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত কৃষি ও পল্লী ঋণ বিতরণে কোনো ধরনের ‘ক্রেডিট ইনফরমেশন ব্যুরো’ (সিআইবি) চার্জ নিতে পারবে না ব্যাংকগুলো।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
ঋণ প্রাপ্তি সহজ করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে- উল্লেখ করে সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সিআইবি কর্তৃক চলতি পঞ্জিকা বছরের গত ৫ মে জারিকৃত সার্কুলারে কৃষি ও পল্লী ঋণের আওতাভুক্ত শস্য-ফসল খাতসহ অন্যান্য সকল খাতে সর্বোচ্চ আড়াই লাখ টাকা পর্যন্ত নতুন ঋণ আবেদন বা বিদ্যমান ঋণ নবায়নের সঙ্গে সংশ্লিষ্ট বরোয়ার, কো-বরোয়ার ও গ্যারান্টারের তৈরিকৃত সিআইবি রিপোর্টের ক্ষেত্রে আরোপযোগ্য সার্ভিস চার্জ মওকুফ করা হয়। তবে গ্রাহকদের নিকট থেকে সিআইবি চার্জ আদায় করা হলেও ব্যাংকগুলো বিতরণকৃত কৃষি ও পল্লী ঋণের মধ্যে খুবই অল্প সংখ্যক ঋণের বিপরীতে সিআইবি চার্জ পুনর্ভরণে বাংলাদেশ ব্যাংকে আবেদন করছে। ফলে বিপুল সংখ্যক ঋণগ্রহীতা উল্লেখিত চার্জ মওকুফের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
সার্কুলারে বলা হয়, কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় (অনচ্ছেদ নং ২.১.৬) গ্রাধিকার খাত হিসেবে গ্রাহক পর্যায়ে স্বল্প সুদে কৃষি ও পল্লী ঋণ প্রাপ্তির নিশ্চয়তার জন্য ব্যাংক কর্তৃক নির্ধারিত সু্দ ব্যতীত অন্য কোনো প্রকার চার্জ, প্রসেসিং/মনিটরিং ফি ইত্যাদি ( যে নামেই অভিহিত করা হোক) ধার্য করা যাবে না।