ঢাকা: জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনে বর্তমানে বেশিরভাগ আবেদনেই মিলছে দুটি জন্মসনদ। এ নিয়ে বিপাকে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
ইসি কর্মকর্তারা জানান, এনআইডি সংশোধন আবেদন যাচাই করতে গিয়ে অনেক সময় একজন ব্যক্তির একাধিক জন্মসনদ পাওয়া যায়। এতে তারা অনেক সময় সিদ্ধান্ত নিতে পারে না। আবার বিভ্রান্তিও সৃষ্টি হয়। এ জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে যেসব নাগরিকদের একাধিক জন্মসনদ অনলাইনে পাওয়া যাবে তাদের নাম, এনআইডি নাম্বার ও অনলাইন জন্মসনদ নাম্বার উল্লেখ করে জন্ম ও মৃত্যু নিবন্ধন অনুবিভাগে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সারাবাংলাকে বলেন, ‘এনআইডি সংশোধনে বর্তমানে সময়ে সবচেয়ে বড় সমস্যা হলো নাগরিকদের একাধিক জন্মসনদ। এ জন্য এখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যাদের দুটি জন্মসনদ অনলাইনে পাওয়া যাবে তাদের সব তথ্য লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে। এরপর চিঠির উত্তর এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’