Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এনসিপি নেত্রী শিরীনকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৩

এনসিপি নেত্রী অ্যাডভোকেট শিরীন আক্তার শেলী। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সংগঠক অ্যাডভোকেট শিরীন আক্তার শেলীকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করার অভিযোগে এ সিদ্ধান্ত নেয় দলটি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে এনসিপির দফতর শাখার যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শেলীর বিরুদ্ধে গত ১৪ সেপ্টেম্বর কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল। এরপর তার বিরুদ্ধে আরও একটি গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে, যা প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।

এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞাপন

তাকে আগামী তিন কর্মদিবসের মধ্যে দলের শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে কেন স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে না—তা স্পষ্ট করে ব্যাখ্যা দিতে হবে।

এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) পাঠানো নোটিশে এনসিপি বলেছিল, শেলীর কিছু মন্তব্য তাদের নজরে এসেছে যা কুরুচিপূর্ণ ও অসাংগঠনিক। এ বিষয়ে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছিল।

সারাবাংলা/এফএন/এসএস

অব্যাহতি অভিযোগ এনসিপি কুরুচিপূর্ণ নেত্রী মন্তব্য শিরীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর