Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবি
বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৪ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৫

বাগেরহাটে অবস্থান কর্মসূচি পালন।

বাগেরহাট: বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে জেলা ও উপজেলা নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয় এ কর্মসূচি। এ কর্মসূচি চলবে দুপুর ১২টা পর্যন্ত। কর্মসূচি সফল করতে ৯টার পর থেকেই জেলা ও উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নিতে থাকে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এ সময় তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

বাগেরহাট জেলা বিএনপি সমন্বয়ক এমএ সালাম বলেন, ‘আসন পুনর্বহালের দাবিতে আমাদের লাগাতার কর্মসূচি চলছে। তারই ধারাবাহিকতায় আজ নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি চলছে। আগামীকালও একই কর্মসূচি চলবে।’

বিজ্ঞাপন

তিনি জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গল ও বুধবার অর্ধবেলা হরতাল পালনের সিদ্ধান্ত থাকলেও মূলত হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে ঘিরে হরতাল প্রত্যাহার করে শুধু নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

তিনি আরও জানান, আসন পুনর্বহালের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাগেরহাটবাসীর এ আন্দোলন চলমান থাকবে। এ দাবী আদায়ের ক্ষেত্রে প্রয়োজনে জেলা জুড়ে অসহযোগ আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসডব্লিউ

অবস্থান কর্মসূচি নির্বাচন অফিস ঘেরাও পুনর্বহালের দাবি সংসদীয় আসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর