Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৬ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৭

কুয়াকাটা সমুদ্র সৈকত।

পটুয়াখালী: সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে গত তিনদিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টিপাত। টানা তিনদিনের বৃষ্টিতে সবকিছুতে স্থবিরতা নেমে এসেছে। ভোগান্তিতে পড়েছে সব শ্রেণীর মানুষ। চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবিরা।

শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন নিচু স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কৃষকের আমন ক্ষেত। দুশ্চিন্তায় পড়েছেন মৌসুমী সবজি চাষীরা।

পটুয়াখাীলী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি জানান, সক্রিয় মৌসুম বায়ুর প্রভাবে কিছুটা উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। ছোট-বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে।

বিজ্ঞাপন

আগামী তিনদিন এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর