রংপুর: রংপুরের পীরগাছায় পদ্মরাগ মেইল ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় সারাদেশের সঙ্গে রংপুর অঞ্চলের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই দুর্ঘটনার ফলে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার সম্পূর্ণ এবং নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের আংশিক রেল যোগাযোগ বিঘ্নিত হয়েছে।
এদিকে বগি লাইনচ্যুতের ঘটনায় যাত্রীদের মধ্যে হতাশা আর ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই তাদের মালামাল হারানোর অভিযোগ করেছেন। এ ছাড়া যাত্রীরা বলছেন, রেললাইনের রক্ষণাবেক্ষণে অবহেলার কারণে এমন দুর্ঘটনা ঘটছে। গত কয়েক বছরে বাংলাদেশে লাইনচ্যুতির ঘটনা বেড়েছে, যা রেলওয়ের অবকাঠামোগত দুর্বলতার দিকে ইঙ্গিত করে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে পীরগাছা রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ মেইল ট্রেনটি দুপুর সাড়ে দেড়টায় স্টেশনে পৌঁছায়। বিরতির পর যাত্রা শুরু করার সময় লাইন সেপারেটরের প্লেট ভেঙে যায়, ফলে ইঞ্জিনের পেছনের তৃতীয় বগি থেকে চারটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটিতে প্রায় দুই হাজার যাত্রী ছিলেন, তবে সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আবু কাশেম নামে এক যাত্রী বলেন, ‘বাথরুমে যাওয়ার জন্য সিটে ব্যাগ রেখে গিয়েছিলাম। দুর্ঘটনার পর ফিরে এসে দেখি ব্যাগ নেই। অনেক যাত্রী মালামাল হারানোর অভিযোগ করলেও কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।’
এদিকে বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকে অভিযোগ করেছেন, দুর্ঘটনার পর তাদের কোনো সহায়তা দেওয়া হয়নি। একজন যাত্রী বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছি, কিন্তু কেউ কিছু জানাচ্ছে না। এই ঘটনা যেন রেলওয়ের ব্যবস্থাপনার দুর্বলতাকে আরও উন্মোচিত করেছে।’
আরেক যাত্রী বলেন, ‘পীরগাছার এই দুর্ঘটনা শুধু একটি ট্রেনের লাইনচ্যুতির ঘটনা নয়, এটি যাত্রীদের দুর্ভোগ এবং রেলওয়ের অবকাঠামোর দুর্বলতার একটি প্রতিচ্ছবি। দ্রুত উদ্ধারকাজ এবং রেললাইন সংস্কারের মাধ্যমে যোগাযোগ পুনরুদ্ধার করা জরুরি, যাতে মানুষ তাদের গন্তব্যে নিরাপদে পৌঁছাতে পারে।’
দুর্ঘটনার কারণে রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, দোলনচাপা, করতোয়া, পদ্মরাগ, রামসাগর, কমিউটার এবং নাইনটিন আপ-ডাউন ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।
স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল সম্ভব নয়। এতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রামের যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারছেন না, এবং নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়ে আংশিকভাবে যোগাযোগ বিঘ্নিত হয়েছে।
স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজের জন্য লালমনিরহাট থেকে একটি বিশেষ ট্রেন পাঠানো হয়েছে। তবে কতক্ষণে যোগাযোগ স্বাভাবিক হবে, তা নিশ্চিত করা যায়নি।