Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনের সংবর্ধনা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৩

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মিসেস মনু ভার্মা ইন্ডিয়া হাউসে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

ঢাকা: আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

২০২৫ আইসিসি মহিলা বিশ্বকাপের ১৩তম সংস্করণটি যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর ২০২৫ যা অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কায়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মিসেস মনু ভার্মা ইন্ডিয়া হাউসে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সম্মানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং আইসিসি বিশ্বকাপের ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনকারী বাংলাদেশের প্রথম মহিলা আম্পায়ার মিসেস শাথিরা জাকির জেসিও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এই সংবর্ধনা অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে অনেক গভীর এবং স্থায়ী বন্ধন রয়েছে। এগুলো অভিন্ন ভূগোল, ইতিহাস, ভাষা, সংস্কৃতি ইত্যাদি। আরেকটি বন্ধন যা তাদের একসঙ্গে সংযুক্ত করে তা হলো ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা।’

হাইকমিশনার উল্লেখ করেছেন যে, ভারত ও বাংলাদেশের মহিলা ক্রিকেট দলগুলো বছরের পর বছর ধরে একটি চিত্তাকর্ষক রূপান্তরের মধ্য দিয়ে গেছে এবং দুর্দান্ত আবেগের সঙ্গে প্রতিযোগিতা করছে এবং উচ্চমানের ক্রিকেট খেলছে। তারা তাদের জাতিকে গর্বিত করেছে।’

এই সময়ে হাইকমিশনার মহিলা ক্রিকেট দলকে নারীর ক্ষমতায়নের এবং যুবশক্তির প্রকৃত প্রতীক হিসেবে অভিহিত করে বলেন, ‘সব সময়ে আমরা গর্বের সঙ্গে তাদের পাশে দাঁড়িয়েছি।’

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ মহিলা ক্রিকেট দল দেশের প্রতিটি মেয়েশিশুকে তাদের স্বপ্ন এবং আবেগ অনুসরণ করতে এবং তাদের পছন্দের যেকোনো ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে অনুপ্রাণিত করবে। মহিলা ক্রিকেট দলের সামনে একটি দুর্দান্ত টুর্নামেন্ট এবং সাফল্য কামনা করেছেন। একইসঙ্গে তিনি বাংলাদেশ মহিলা ক্রিকেটের আরও গৌরব এবং নতুন উচ্চতা কামনা করেছেন।

সারাবাংলা/একে/এইচআই

ভারতীয় হাইকমিশন মহিলা ওয়ানডে বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর