Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদাবরে বাসায় ঢুকে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৫ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০১:০৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর আদাবর এলাকায় পূর্ব শত্রুতার জেরে বাসা ঢুকে রিপন (৩৫) নামে এক যুবককে কুপিয়েছিল দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা গেছেন। এ ঘটনায় তার স্ত্রী-পুত্রও আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে আদাবর ১০ নম্বর রোডের বালুর মাঠের একটি বাসায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় রিপনের স্ত্রী আরজু বেগম (২৮) ও ছেলে ইমনও আহত (১৮) আহত হয়। পরে রিপনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান তিনি। রিপনের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ফুলকাচিয়া গ্রামে।

নিহত রিপনের স্ত্রী আরজু বেগম জানান, তারা আদাবর ১০ নম্বর রোডের বালুর মাঠ রহমান মিয়ার গলিতে টিনশেড বাসায় ভাড়া থাকেন। রিপন বাসার পাশে চায়ের দোকান করতেন। সকালে তারা দুই সন্তান নিয়ে বাসায় ঘুমিয়ে ছিল। হঠাৎ এলাকার বেল্টু মনির, তার ভাই বাবু, জাহিদ, রাকিব, কুমির রুবেলসহ আরও কয়েকজন ঘরের ভেতর ঢুকে চাপাতি দিয়ে রিপনের মাথায়, বুকেসহ কয়েক জায়গায় আঘাত করে। ঠেকাতে গেলে তাকে ও ছেলে ইমনকেও আঘাত করে তারা। পরে রিপনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তিনি।

বিজ্ঞাপন

আরজু অভিযোগ করেন, বেল্টু মনির ও তার ভাই বাবু এলাকায় সন্ত্রাসী ও মাদককারবারি। তাদের জন্য এলাকার মানুষ ভয়ে কথা বলতে পারে না। আমার স্বামী রিপন ওদের বিরুদ্ধে কথা বলায় তারা কয়েকজন মিলে কুপিয়ে হত্যা করল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এদিকে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া বলেন, ‘সকালে মাদক ব্যবসাকে কেন্দ্র করে রিপন নামে এক যুবককে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় রিপন। অন্য কোন ঘটনা আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর