Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় বিএনপির নেতার বাড়িতে বোমা হামলা ও গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৮:২৭ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৬

আবু হোসেন বাবু।

খুলনা: খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপসার আইচগাতী এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

দলের নেতাকর্মীরা জানায়, বিস্ফোরণের ঘটনাকালে আবু হোসেন বাবু স্বপরিবারে বাড়িতেই অবস্থান করছিলেন। ৮টি মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা বাবুর বাড়ির সামনে এসে রাত সাড়ে ১০টার দিকে ৫ জন যুবক বাবুর বাড়ির ভেতরে প্রবেশ করে। পরে বোমা ও গুলির শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা একত্রিত হয়ে বের হলে তারা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

ঘটনাস্থলে পড়ে থাকা বিস্ফোরিত ককটেল।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে দুর্বৃত্তরা হামলা করে ২টা ককটেল নিক্ষেপ করেছে। পরে লোকজনে ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার সময় ৩ রাউন্ড ফাঁকা গুলি করে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্তদের আটকের অভিযান চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

বিএনপির নেতা বোমা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর