সিলেট: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় সৌদিয়া পরিবহণের যাত্রীবাহী বাসচাপায় এক নারী ও তার চার বছরের ছেলে নিহত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দিনারপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার সাগরদিঘি এলাকার বাসিন্দা শামিমা আক্তার (৪০) ও তার ছেলে তকি আহমেদ (৪)। নিহত তকি আহমেদ স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শামিমা আক্তার তার ছেলেকে নিয়ে নবীগঞ্জ উপজেলার দিনারপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। দিনারপুর কলেজের সামনে মহাসড়ক পার হওয়ার সময় সৌদিয়া পরিবহণের দ্রুতগতির যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হন। মা-ছেলের মৃত্যুর খবরে সাগরদিঘি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গোপলার বাজার ফাঁড়ি পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করে।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।
এদিকে, এলাকাবাসীর অভিযোগ, দিনারপুর কলেজের সামনের এই সড়ক অংশটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনা প্রবণ। এখানে জেব্রা ক্রসিং ও গতিরোধক স্থাপনের দাবিও তারা বহুবার জানিয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।