Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শা সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৫

লোকাল করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪২

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

বেনাপোল: যশোরের শার্শার কাইবা সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে সীমান্তের মেইন পিলার ১৭/৭-এস ২২ আর এর কাছ থেকে তাদেরকে আটক করা হয়।

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাসপোর্ট ভিসা ছাড়া বেশ কিছু লোক বাংলাদেশ থেকে ভারতে যাবে এমন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিওপিতে কর্মরত হাবিলদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টহলদল সীমান্তে অভিযান চালিয়ে চারজন পুরুষ ও একজন নারীকে আটক করেন।

আটকরা হলেন- মো. আফজাল হোসেন (৩৭), দোলন বিশ্বাস (৩৬),রুপালি বিশ্বাস(২৫), বিজয় বিশ্বাস(১৭) এবং অমৃত বিশ্বাস (১৫)।

বিজ্ঞাপন

তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর