Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য না হলে গণভোট ছাড়া উপায় নেই’

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৩ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৬

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

ঢাকা: জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে গণভোট ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীতে জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘‘সংবিধান পরিবর্তন, সংস্কার, সংশোধন, নতুন করে লেখা বা সংবিধান বাতিলের চূড়ান্ত ক্ষমতা জনগণের হাতে। জুলাই সনদ আমরা ঐক্যবদ্ধ মতামতের ভিত্তিতে তৈরি করেছি। কয়েকটি বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ থাকলেও চূড়ান্ত কোনটা হবে, সেটি জনগণই নির্ধারণ করবে। তাই প্রয়োজনে গণভোট ছাড়া উপায় নেই।”

বিজ্ঞাপন

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে যারা আজ প্রশ্ন তুলছেন, কাল তারা সংসদে গিয়ে যদি একই সনদ বাস্তবায়ন করেন তবে তারা এটিকে প্রশ্নবিদ্ধ করবেন না—তার নিশ্চয়তা কোথায়?’

দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার সানী আব্দুল হক বলেন, ‘সংবিধানে এটা নেই, ওটা নেই বলে সংস্কার করা যাবে না—এই ধারণা আসলে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। রাজনৈতিক দলগুলো যদি নিজেদের অবস্থান থেকে নমনীয় না হয়, তবে ঐকমত্য কমিশনের প্রচেষ্টা ব্যর্থ হবে। তখন জাতি গভীর সংকটে পড়বে। তাই জাতীয় স্বার্থে ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি, নতুবা গণভোটের পথই বেছে নিতে হবে।’

বৈঠক শেষে দলের নেতারা সাংবাদিকদের সামনে ব্রিফ করেন।

সারাবাংলা/এফএন/এইচআই

এবি পার্টি গণভোট জুলাই সনদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর