পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদনবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী মোহাম্মদ রেজা হায়াত হাররাজ জানিয়েছেন, তার দেশ ইরানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদ্দামের সঙ্গে এক বৈঠকে তিনি এই আগ্রহ প্রকাশ করেন।
এ সময় তিনি জোর দিয়ে বলেন, ‘পাকিস্তান ইরানের সঙ্গে তার সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।’
বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে প্রতিরক্ষা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
পাকিস্তানের মন্ত্রী বলেন, ‘ইরান তাদের ঘনিষ্ঠ বন্ধু এবং সময়ের সঙ্গে সঙ্গে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হচ্ছে। পাকিস্তান ইরানের সঙ্গে সম্পর্ক প্রসারে বিভিন্ন সমাধান খুঁজতে দৃঢ়প্রতিজ্ঞ।’
পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদন বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইরানি রাষ্ট্রদূতের বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, তেহরান ইসলামাবাদের সঙ্গে অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদারে দৃঢ়প্রতিজ্ঞ।