Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুলাই সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞ মতামত অনেকে সমর্থন করেছেন’

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:০১ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৮

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ বলেছেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন প্রক্রিয়ায় বিশেষজ্ঞ প্যানেলের যে মতামত এসেছে, তা রাজনৈতিক দল ও সরকারের মধ্যে সমন্বয়ের জন্য বিবেচনা করা হচ্ছে। ইতোমধ্যেই বিষয়টি রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করা হয়েছে এবং বিভিন্ন দল তা বিভিন্নভাবে সমর্থন বা আলোচনা করেছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) কমিশনের তৃতীয় দিনের আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রফেসর আলী রীয়াজ জানান, বিশেষজ্ঞ প্যানেল সরকারের কাছে সুপারিশ হিসেবে প্রেরণের জন্য যে পরামর্শ দিয়েছে, তা অন্তর্বর্তী সরকার গ্রহণ করতে পারে। প্যানেল বলেছে, সংবিধান সংশ্লিষ্ট সংস্কারের জন্য কনস্টিটিউশন অর্ডার জারি করা যেতে পারে, যা পরবর্তী জাতীয় নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে বৈধতা পাবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে সময় দিতে চাই, যাতে তারা বিকল্পগুলো নিয়ে আলাপ-আলোচনা করতে পারে। অক্টোবরের শুরুর দিকে আমরা দ্রুত সুনির্দিষ্ট সুপারিশ প্রস্তুত করে সরকারকে প্রদান করব।’

বিজ্ঞাপন

ভোগান্তি দিয়ে শুরু এবারের কপ৩০
১৩ নভেম্বর ২০২৫ ২৩:৪৮

৪ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার
১৩ নভেম্বর ২০২৫ ২৩:৩৮

আরো

সম্পর্কিত খবর