Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে যমুনা টিভির সাংবাদিক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৮ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩০

আহত আইয়ুব খান সরকার।

নরসিংদী: নরসিংদীর আলোকবালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন যমুনা টিভির নরসিংদীর স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকেই নরসিংদী সদর হাসপাতালে সংবাদ সংগ্রহের জন্য অবস্থান করছিলেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে তার উপর একপক্ষের সমর্থকরা এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় তার মাথায় আঘাতের ফলে ফেটে যায়।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, সংবাদ সংগ্রহের জন্য হাসপাতাল কম্পাউন্ডে অবস্থান করছিলেন আইয়ুব খানসহ সকল সংবাদকর্মী। এসময় আলোকবালি ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক কাইউয়ুমকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করে তার সমর্থকরা। এক পর্যায়ে তাকে বিভিন্ন লাঠিসোটা দিয়ে উপর্যুপরি আঘাত করলে মাথা ফেটে গুরুতর আহত হন তিনি। পরে অন্যান্য সংবাদিক ও উপস্থিত লোকজনের সহায়তায় হাসপাতালের ভিতরে আশ্রয় নেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন- নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৫

সদর হাসপাতালের আরএমও ফরিদা গুলশানারা কবির জানান, ঘটনার পর তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। তার মাথার ডান পাশে চারটি সেলাই দেওয়া হয়েছে। মাথায় ইনজুরির কারণে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সারাবাংলা/ইআ

নরসিংদী সংবাদ সংগ্রহ সাংবাদিক আহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর