Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান ভ্যাট কমিশনার অরুণের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:১২

উত্তরা ইপিজেডে আয়োজিত গণশুনানী ও মতবিনিময় সভা। ছবি: সংগৃহীত

ঢাকা: বন্ডেড প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন রংপুর ভ্যাট কমিশনারেটের কমিশনার অরুণ কুমার বিশ্বাস।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নীলফামারী উত্তরা ইপিজেডে আয়োজিত গণশুনানী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অরুণ কুমার বিশ্বাস বলেন, ‘মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি-রফতানি করবেন না। সঠিক দলিলাদি দাখিল করে নিরীক্ষার জন্য আবেদন করবে। ওভারভিউ না থাকা, পণ্য রফতানি হলে রফতানি মূল্য যথাযথভাবে দেশে প্রত্যাবাসিত হওয়া দরকার।’ লিমিটেড প্রতিষ্ঠানের সিএ রিপোর্ট হালনাগাদ করা ও আইন অনুযায়ী উৎসে মূসক জমা দেওয়ার অনুরোধ জানান তিনি।

বিজ্ঞাপন

ইপিজেডের আমদানি সংক্রান্ত জটিলতা নিরসনে জাতীয় রাজস্ব রোর্ডের জারি করা আদেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইপিজেডের শিল্প প্রতিষ্ঠানগুলোর বার্ষিক আমদানি প্রাপ্যতা নির্ধারণের বিষয়ে এনবিআরের সুনির্দিষ্ট বিধিমালা না হওয়া পর্যন্ত আমদানি প্রাপ্যতা রফতানি এলসি বা সেলস কন্ট্রাক্ট এবং বেপজার আমদানি বা রফতানির অনুমতির বর্ণনা ও পরিমাণের ভিত্তিতে নির্ধারিত হবে।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী উত্তরা ইপিজেডের অ্যাক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ আব্দুল জব্বার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা আফরিন জাহান নাওমীন।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

অরুণ উত্তরা ইপিজেড ভ্যাট কমিশনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর