Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আহত আনোয়ার হোসাইন।

পটুয়াখালী: কুয়াকাটায় আনোয়ার হোসাইন (৪৮) নামে এক আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। এতে তার বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থান মারাত্মক জখম হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আহত আনোয়ারকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আনোয়ার হোসাইন জানান, ধুলাস্বরের নয়াকাটা গ্রামের একটি মাছের ঘের নিয়ে কুয়াকাটার হারুন মৃধার সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই ঘটনায় প্রায় এক মাস আগে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলাও দায়ের করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিকেলে কুয়াকাটায় সালিশ-মীমাংসার কথা ছিল। কিন্তু আমি কুয়াকাটা এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হারুন মৃধার নেতৃত্বে ১০ থেকে ১৫ জন আমার ওপর অতর্কিত হামলা চালায়।’

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান বলেন, ‘বিষয়টি জেনেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই

আইনজীবী কুপিয়ে জখম কুয়াকাটা

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর