Friday 19 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানের ফ্লাইটের ঝাঁকিতে হাতের হাড় ভাঙল কেবিন ক্রুর

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩২

কেবিন ক্রুর হাতের হাড় ভাঙে গেছে।

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২৮ ফ্লাইটে মাঝ আকাশে ঝাঁকুনিতে পড়ে গিয়ে হাতের কনুইয়ের ওপরের ভেঙে গেছে এক কেবিন ক্রু শাবানা আজমি মিথিলার। তবে কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমানের ফ্লাইটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম।

তিনি বলেন, ‘আবুধাবি থেকে ফেরার পথে কেবিন ক্রু মিথিলা যখন উড়োজাহাজের ভেতরে দাঁড়িয়ে কাজ করছিলেন, তখন হঠাৎ বাম্পিংয়ে পড়ে গিয়ে হাতে আঘাত পান তিনি। বিমানের পাইলট ক্যাপ্টেন ইন্তেখাব তখনই চিফ মেডিকেল অফিসারের সঙ্গে যোগাযোগ করেন প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার জন্য।’

বিজ্ঞাপন

বোসরা ইসলাম বলেন, ‘ঢাকায় নামার পর তাকে জরুরিভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। তাকে ট্রমা সেন্টার হাসপাতালে নেওয়ার কথা বলা হলেও পরে তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার হাত ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। তিনি এখন বাসায় আছেন।’

সারাবাংলা/এমএইচ/এইচআই

কেবিন ক্রু বিমান হাড় ভাঙল

বিজ্ঞাপন

ফরিদপুরে মা-ছেলের মরদেহ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর