Monday 10 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুর সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৫ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৪

১৮ বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ।

কুষ্টিয়া: মেহেরপুরের গাংনীর কাজীপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রতিপক্ষ ১১ ব্যাটালিয়ন বিএসএফের গান্দিনা ক্যাম্প থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর পর বিজিবি যাচাই-বাছাই করে নিশ্চিত হয় আটক হওয়া সবাই বাংলাদেশি নাগরিক। এসব নাগরিক বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের সময় আটক হন। পরে তারা বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন।

বিজ্ঞাপন

শুক্রবার রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সীমান্ত পিলার ১৪৭/এমপিসংলগ্ন বাংলাদেশ সীমান্তের ভেতরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাবিদ হোসেন, ভবানিপুর থানার এসআই মো. আব্দুল করিম এবং বিজিবি কাজিপুর কোম্পানি কমান্ডার সুবেদার মো. শাহাবুদ্দিনসহ আট সদস্য। অন্যদিকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন গান্দিনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি সুনিল ও তার আট সদস্য।

ফেরত আসা নাগরিকদের মধ্যে রয়েছেন, পটুয়াখালী, চুয়াডাঙ্গা, নড়াইল, ঝিনাইদহ, চাঁদপুর, সাতক্ষীরা, রাজশাহী, যশোর, মৌলভীবাজার, চট্টগ্রাম, ঢাকা, মাদারীপুর ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলার বাসিন্দা।

তিনি আরও জানান, ফেরত আসা ১৮ জনকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে মেহেরপুর জেলার গাংনী থানা পুলিশের হেফাজতে সোপর্দ করার কার্যক্রম চলছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর