Friday 07 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরতেই হঠাৎ কুয়াশায় ঢাকা পঞ্চগড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৩ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৪

ছবি: সারাবাংলা

পঞ্চগড়: হিমালয় কন্যা খেতো উত্তরের জেলা পঞ্চগড়ে হঠাৎ কুয়াশা নামতে শুরু করেছে। দিনের বেলায় আবহাওয়া গরম থাকলেও গভীর রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশায় ঢেকে যাচ্ছে চারিদিক। এতে প্রকৃতিতে বইছে শীতের আগমনী আমেজ।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলার বিভিন্ন সড়ক ও গ্রামীণ জনপদে ঘন কুয়াশা দেখা যায়। সকাল ৮টা পর্যন্ত চারপাশ ধূসর সাদা আস্তরণে ঢেকে ছিল। এ সময় জনজীবনে শীতের আমেজ ফিরে এসেছে। নদীর তীরে ফুটছে কাশফুল, মাঠে জমছে শিশির, ধানের ডোগা ভিজছে শিশিরবিন্দুতে।

পঞ্চগড় সদর ইউনিয়নের চারমাইল এলাকার করিম উদ্দীন সময় সংবাদকে বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। মনে হচ্ছে এবার অনেক আগেভাগেই শীত নামবে।’

বিজ্ঞাপন

স্বপন আহম্মেদ বলেন, ‘কয়েকদিন ধরে সন্ধ্যার পর হালকা কুয়াশা দেখা যাচ্ছিল। আজ সকালে পুরো চারপাশ কুয়াশায় ঢেকে গিয়েছিল। তবে সকাল ৮টার পর সূর্যের দেখা মেলে।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে বলেন, ‘মৌসুমি বায়ু নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় উত্তর দিক থেকে পাহাড়ি হিম বাতাস প্রবাহিত হচ্ছে। এতে হঠাৎ করেই কুয়াশা ঘনিয়ে আসছে। একই সঙ্গে এটি শীতের আগমনী বার্তাও দিচ্ছে। বলা যায়, এখন থেকে ধীরে ধীরে শীত নামতে শুরু করবে।’

তিনি আরও জানান, শুক্রবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ২৫ দশমিক ২ ডিগ্রিতে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

বিএনপির ৩ নেতার পদ স্থগিত
৭ নভেম্বর ২০২৫ ২৩:১২

মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
৭ নভেম্বর ২০২৫ ২৩:০৪

আরো

সম্পর্কিত খবর