কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা রোগীর স্বজনদের কাছ থেকে অন্তত ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্ট্রোকের রোগী লিটনকে নিয়ে অ্যাম্বুলেন্সটি কুষ্টিয়া সদর হাসপাতালে যাচ্ছিল। পথে ডাকাতেরা রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে গাড়ির গতি রোধ করে। পরে ৫–৬ জনের ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে অ্যাম্বুলেন্সের চালক ও যাত্রীদের জিম্মি করে টাকা ছিনিয়ে নেয়।
অ্যাম্বুলেন্সের চালক রতন বলেন, ‘রাতে রোগীকে অক্সিজেনসহ নিয়ে যাচ্ছিলাম। গাড়িতে রোগী ও তার স্বজনসহ চারজন ছিলেন। পিপুলবাড়িয়া মাঠ এলাকায় ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে টাকা নিয়ে যায় এবং কাউকে কিছু না বলার জন্য হুমকি দেয়।”
রোগীর স্বজন জালাল অভিযোগ করে বলেন, ‘আমরা চালককে কাতলামারী দিয়ে যেতে বলেছিলাম। কিন্তু তিনি ওই পথেই যান। ডাকাতরা আমাদের কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা নিয়ে যায়। পরে রাত ২টার দিকে রোগীকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করি।’
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি৷ তবে, এখনো কোনো অভিযোগ পাইনি৷ অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’