Saturday 20 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্লাস্টিক ব্যবহার ও সামুদ্রিক আবর্জনা প্রতিরোধে টেকসই পরিকল্পনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৬

সামুদ্রিক আবর্জনা প্রতিরোধে রিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

পটুয়াখালী: ‘বিশ্ব পরিচ্ছন্নতা দিবস ২০২৫’ উপলক্ষ্যে কুয়াকাটায় আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে কুয়াকাটা খান প্যালেস হল রুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এতে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম।

বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ এখন বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এর প্রভাব ভয়াবহ আকার ধারণ করছে। সামুদ্রিক জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ এবং পর্যটন শিল্প মারাত্মক হুমকির মুখে পড়ছে। তাই টেকসই প্লাস্টিক ব্যবহার, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

বিজ্ঞাপন

আলোচনায় উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা (উপরা)-এর আহ্বায়ক কেএম বাচ্চু কুয়াকাটার পরিবেশ ধ্বংসকারী নানা সমস্যা তুলে ধরে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণ ও পর্যটকদের সচেতন করতে হবে। প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে এবং ধাপে ধাপে বর্জ্য ব্যবস্থাপনাকে সুসংগঠিত করতে হবে।’

অনুষ্ঠান শেষে কুয়াকাটা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়। এ কর্মসূচিতে জেলা প্রশাসন, পরিবেশ অধিদফতর, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। তারা সৈকত এলাকা থেকে প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা অপসারণ করে পরিবেশ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি পর্যটক ও স্থানীয়দের দায়িত্বশীল আচরণের জন্য প্রচারাভিযানও চালানো হয়।

পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ।

বিশ্ব পরিচ্ছন্নতা দিবসের এ আয়োজনকে কুয়াকাটায় পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সারাবাংলা/এসডব্লিউ

কুয়াকাটা টেকসই পরিকল্পনা প্লাস্টিক ব্যবহার রোধ সামুদ্রিক আবর্জনা প্রতিরোধ

বিজ্ঞাপন

ফেসবুকে ‘ব্লু টিক’ পাওয়ার উপায়
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৬

আরো

সম্পর্কিত খবর