Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৬ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪২

প্রতীকী ছবি। বিদ্যুতায়িত

মুন্সীগঞ্জ: জেলার গজারিয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে জিয়াউল হক (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়াউল হক নারায়ণগঞ্জের বন্দরের লালপাল্লা এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি ভাটেরচরে ভাড়া বাসায় বসবাস করতেন।

সহকর্মী মিজান জানান, ভাটেরচরের একটি নির্মাণাধীন ভবনে ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন জিয়াউল হক। পরে তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

জাহানারার পাশে মাশরাফি
৮ নভেম্বর ২০২৫ ০১:৩৮

বিএনপির ৩ নেতার পদ স্থগিত
৭ নভেম্বর ২০২৫ ২৩:১২

মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
৭ নভেম্বর ২০২৫ ২৩:০৪

আরো

সম্পর্কিত খবর