রাজধানীতে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অর্থায়নকারী ও অংশগ্রহণকারী দলটি ও এর অঙ্গসংগঠনের ছয়জন নেতাকর্মী গ্রেফতার গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীতে ডিবির অভিযানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অর্থায়নকারী, অংশ নেওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ছয় নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।