Monday 22 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি ও জামায়াতকে ভণ্ডামি বন্ধ করার আহ্বান নাসীরুদ্দীনের

স্টাফ করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৫ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৯

সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

‎ঢাকা: ‎বিএনপি ও জামায়াতকে ভণ্ডামি বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘আপনারা জনগণের দিকে তাকিয়ে হলেও এইসব ভণ্ডামি বাদ দেন।’ তিনি জানান, নির্বাচন নিয়ে অযথা বিলম্ব করা হচ্ছে, এর মূল দায় বিএনপি ও জামায়াতের।

‎সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

‎নাসীরুদ্দীন বলেন, ‘বিএনপি ও জামায়াত এখনো জুলাই সনদের আইনি প্রক্রিয়ায় আসছে না, এটাই নির্বাচন বিলম্বের মূল কারণ। আমি বলব, জনগণের কাছে মাফ চেয়ে হলেও আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন। জনগণের দিকে তাকিয়ে হলেও দ্রুত নির্বাচনে অংশ নিন, আইনি প্রক্রিয়ায় আসুন। দ্রব্যমূল্য, জনজীবনের দুর্ভোগ, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান—সবকিছু এখন সংকটপূর্ণ।’

বিজ্ঞাপন

‎এ সময় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে এনআইডি না থাকলেও যাদের বৈধ পাসপোর্ট আছে, তাদের জন্য এনআইডি করাকে সহজ করার আহ্বান জানান তিনি।

তিনি ‎বলেন, ‘অনেক প্রবাসী ভাইবোন আছেন যাদের পাসপোর্ট আছে, কিন্তু এনআইডি নেই। তাদের বায়োমেট্রিক দিতে হয় অনেক দূরে গিয়ে, অফিস থেকে ছুটি নিতে হয়, ভোগান্তি হয়। নির্বাচন কমিশনেরও খরচ হয়। আমরা বলেছি, যাদের পাসপোর্টে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন রয়েছে, সেই ডেটা পুল করে যেন এনআইডি তৈরি করা যায়,’ বলেন পাটওয়ারী।

‎তিনি আরও বলেন, ‘যাদের পুরোনো এনআইডি আছে বা নতুন স্মার্ট এনআইডি আছে — দুই পক্ষকেই যেন ভোট দিতে দেওয়া হয়। পুরোনো এনআইডি থাকলেই যেন কেউ বঞ্চিত না হয়।’

‎নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ

এনসিপি জামায়াত নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর