পাবনা: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মিনিবাসের ধাক্কায় সম্রাট হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের রূপপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সম্রাট রূপপুর মোড় সংলগ্ন এলাকার রকিবুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহত স্বজনরা জানান, বিকেলে মোটরসাইকেলযোগে সম্রাট রুপপুর থেকে নতুনহাট মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আশা রূপপুর পারমাণবিক প্রকল্পের বিদেশি শ্রমিক বহনকারী একটি মিনিবাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসচাপায় পিষ্ট হন সম্রাট। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মিনিবাসটিকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। তবে ঘাতক চালক পালিয়েছে। নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ দিলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’