নোয়াখালী: নোয়াখালীর পানি উন্নয়ন বোর্ডের নামে রেকর্ড করা সম্পত্তি আত্মসাৎ ও অবৈধভাবে ভোগদখল করার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযুক্তদের মধ্যে নোয়াখালী জোনাল সেটেলমেন্ট অফিসের রেকর্ড কিপার, ডিম্যান ও একজন কপিষ্ট রয়েছেন। তারা পরস্পর যোগসাজশে সরকারি সম্পত্তি আত্মসাৎ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দুদক নোয়াখালীর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান বাদি হয়ে এ মামলাটি করেন।
আসামিরা হলেন- নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতান আহম্মদের ছেলে বাহার উদ্দিন (৬১), নোয়াখালী জোনাল সেটেলমেন্ট অফিসের রেকর্ড কিপার হুমায়ন কবীর গাজী (৫৭), একই অফিসের ডিম্যান খায়রুল আলম ভূঞা (৫৬) ও কপিষ্ট সুভাস কান্তি চাকমা (৫৫)।
দুদক নোয়াখালীর কোর্ট ইন্সপেক্টর মো. ইদ্রিস নিশ্চিত করে জানান, আসামিরা পরস্পর যোগসাজশে পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি আত্মসাৎ করে ভোগদখল করার প্রমাণ পাওয়া গেছে। এই অপরাধের প্রমাণ পাওয়ায়, আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।