Monday 22 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংকের সঙ্গে আফ্রিকান প্রতিনিধিদের মতবিনিময় সভা

সারাবাংলা ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৮

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর সহযোগিতায় বাংলাদেশে সফররত আফ্রিকান প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিজেডএম-এর সিইও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

ইসলামী ব্যাংকের কল্যাণমুখী কার্যক্রমের ওপর সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম।

প্রতিনিধিদলের পক্ষ থেকে বক্তব্য দেন নাইজেরিয়ার অ্যাসোসিয়েশন অব যাকাত অ্যান্ড ওয়াকফ অপারেটরস-এর চেয়ারম্যান মুহাম্মদ লাওয়াল মাইদোকি।

বিজ্ঞাপন

এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারসহ আফ্রিকার নাইজেরিয়া, সেনেগাল, গাম্বিয়া ও ক্যামেরুনের প্রতিনিধি, ব্যাংকের প্রধান কার্যালয় এবং সিজেডএম-এর ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসআর

আফ্রিকান প্রতিনিধি ইসলামী ব্যাংক মতবিনিময় সভা

বিজ্ঞাপন

পূজার বিশেষ সাজে অপু বিশ্বাস
২২ সেপ্টেম্বর ২০২৫ ২২:২০

আরো

সম্পর্কিত খবর