Monday 22 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘টঙ্গীতে দগ্ধ ফায়ারকর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৮ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৩

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। ছবি: সারাবাংলা

ঢাকা: গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ফায়ার সার্ভিসের সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশেও পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

মহাপরিচালক জানান, কেমিক‍্যাল গোডাউনে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণের চেষ্টার এক পর্যায়ে প্রথমে ছোট এবং পরে বড় বিস্ফোরণ ঘটে। তখন কর্মীরা পিপিই পরা অবস্থায় ছিলেন। তবে আগুনের তীব্র তাপমাত্রায় পিপিইসহ তারা দগ্ধ হন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘চারজন ফায়ারকর্মীর মধ্যে দুইজনের শরীর শতভাগ পুড়ে গেছে। একজনের ৪২ শতাংশ এবং আরেকজনের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া এক দোকান কর্মচারীর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। হাসপাতালের পরিচালক জানিয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।’

তিনি বলেন, আমরা দগ্ধদের পরিবারের সঙ্গে কথা বলেছি। আমাদের পক্ষ থেকেও সর্বোচ্চ সহযোগিতা থাকবে। তিনি আরও জানান, আগামীকাল মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালে দগ্ধদের দেখতে আসবেন।

এদিকে টঙ্গীর সাহারা মার্কেটে ফায়ার সার্ভিসের আরেকটি দল তদন্ত করছে। সেখানে কী ধরনের কেমিক্যাল মজুত ছিল এবং বিস্ফোরণের প্রকৃত কারণ কী—তা খতিয়ে দেখা হচ্ছে।

এসএসআর/এসএস

চিকিৎসা টঙ্গী দগ্ধ ফায়ারকর্মী সর্বোচ্চ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর