Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎বিবাহবহির্ভূত সম্পর্ক-খুন ও ছিনতাইয়ের ত্রিভুজ চক্র, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৫ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৪

গ্রেফতার দুই আসামি আলমগীর ও সদর আলী।

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে অটোরিকশা চালক সায়েদুর রহমান হত্যাকাণ্ড ও ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পিবিআই ঢাকা জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা।

তিনি জানান, ২০২৩ সালের ২৮ নবেম্বর সকাল সাড়ে ১০টায় ধামরাইয়ের বাইশাকান্দার কেষ্টখালী গ্রামের একটি ধানক্ষেতের পাশে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ পাওয়া যায়। পরে তদন্তে জানা যায় তার নাম সায়েদুর রহমান। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। ওই ঘটনায় বাদী হয়ে এসআই আব্দুল জব্বার ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে পিবিআইয়ের এসআই আনিসুর রহমান সেই মামলা তদন্ত করছেন।

বিজ্ঞাপন

পুলিশ সুপার কুদরত-ই-খুদা বলেন, এই ঘটনার মূল আসামি আলমগীরকে (২৫) মানিকগঞ্জের সদর থেকে এবং সিংগাইর থেকে সদর আলীকে ওরফে সোহরাবকে (৪৭) গ্রেফতার করা হয়। গত ১৯ সেপ্টেম্বর তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

তিনি বলেন, আসামি সদর আলী সোহরাব, আলমগীর এবং আরেকজন আসামি জুয়েল একই বাসায় পাশাপাশি রুমে থাকতেন। আলমগীর এবং জুয়েল অবিবাহিত ছিলেন। পরবর্তীতে সদর আলীর স্ত্রী ও আসামি জুয়েলের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হয় এবং জুয়েল আলমগীরের সহায়তায় সদর আলীর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যান। তারপর আসামি সদর আলী সোহরাব ও আলমগীর ভিকটিম সায়েদুর রহমানের স্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করে। অপরদিকে সদর আলীর স্ত্রী জুয়েলের সঙ্গে ৬ মাস থাকার পর আবার সোহরাবের কাছে ফিরে আসে।

তিনি আরও বলেন, বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনা নিয়ে সায়েদুর রহমানের সঙ্গে তিনজন আসামির মারধরের ঘটনাও ঘটে। এরপর নগদ টাকার প্রয়োজন হলে সদর আলী, আলমগীর ও জুয়েল ভিকটিম সায়েদুর রহমানের অটোরিকশা ছিনতাই করে বিক্রির পরিকল্পনা করে। এরপর তারা সায়েদুর রহমানকে ফুসলিয়ে গান শোনার অজুহাতে বাইরে নিয়ে গিয়ে ফেরার পথে ধামরাই থানাধীন কেষ্টখালি গ্রামের নির্জন স্থানে গামছা দিয়ে মুখ বেঁধে, হাত ও পায়ে রশি পেঁচিয়ে ছুরিকাঘাত করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের পর তারা সায়েদুর রহমানের অটোরিকশা ৫০ হাজার টাকায় বিক্রি করে।

পিবিআই ঢাকা জেলার এই পুলিশ সুপার বলেন, দায়িত্ব পাওয়ার পর আমরা ঘটনার বিষয়ে প্রকাশ্য ও গোপনে তদন্ত শুরু করি। একপর্যায়ে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি সদর আলী ও আলমগীরকে গ্রেফতার করি। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আর এই ঘটনার আরেক আসামি বিদেশে পালিয়ে গেছে বলে তথ্য পেয়েছি। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কারো সংশ্লিষ্টতা পেলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

সারাবাংলা/এমএইচ/ইআ

গ্রেফতার ২ ছিনতাই বিবাহবহির্ভূত সম্পর্ক

বিজ্ঞাপন

ফেসবুকে বড় পরিবর্তন!
১২ অক্টোবর ২০২৫ ১৪:০৬

‘সোলজার’-এ শাকিবের নায়িকা কে?
১২ অক্টোবর ২০২৫ ১৩:৫৫

আরো

সম্পর্কিত খবর